ClixSense থেকে আয় সহজেই
আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল :– # ClixSense কি ? # যেভাবে ClixSense এ একাউন্ট খুলবেন ? # ClixSense থেকে কত উপায়ে আপনি ইনকাম করতে পারবেন ? তাহলে শুরু করা যাক : # ClixSense কি ? ClixSense e হচ্ছে একটি PTC সাইট । ClixSense কে Queen of PTC বলে ডাকা হয় । এই PTC সাইটটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে । আর এখন হল ২০১৭ । অর্থাৎ প্রায় ৯ (আট) বছর যাবৎ এটি PTC সেবা দিয়ে যাচ্ছে। এই আট বছর ClixSense তার সকল মেম্বারকে কোনো রকম অভিযোগ ছাড়াই উচ্চমানের সুযোগ সুবিধা দিয়ে আসছে । এটি এতটাই জনপ্রিয় যে, এদের প্রায় ৭ মিলিয়ন এর উপরে মেম্বার আছে । এছাড়া এদের Alexa Rank ও খুব ভালো । তার মানে বুঝতেই পারছেন কেন ClixSense কে Queen of PTC অর্থাৎ সকল PTC এর রানী বলা হয় । এটি খুব ভাল ও উচ্চ মানের মানের সুযোগ সুবিধা সম্পন্ন একটি সাইট । তাই আপনার অবশ্যই ClixSense এ কাজ করা উচিত । আমি নিজেও এই সাইটটিতে কাজ করি। তাহলে চলুন দেখে আসি কিভাবে একাউন্ট খুলবেন এবং ইনকাম করবেন । যেভাবে...