Posts

Showing posts from May, 2017

ClixSense থেকে আয় সহজেই

আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল :– #  ClixSense  কি ? # যেভাবে  ClixSense  এ একাউন্ট খুলবেন ? #  ClixSense  থেকে কত উপায়ে আপনি ইনকাম করতে পারবেন ? তাহলে শুরু করা যাক : #  ClixSense  কি ? ClixSense e  হচ্ছে একটি PTC সাইট ।  ClixSense  কে Queen of PTC বলে ডাকা হয় । এই PTC সাইটটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে । আর এখন হল ২০১৭ । অর্থাৎ প্রায় ৯ (আট) বছর যাবৎ এটি PTC সেবা দিয়ে যাচ্ছে। এই আট বছর  ClixSense  তার সকল মেম্বারকে কোনো রকম অভিযোগ ছাড়াই উচ্চমানের সুযোগ সুবিধা দিয়ে আসছে । এটি এতটাই জনপ্রিয় যে, এদের প্রায় ৭ মিলিয়ন এর উপরে মেম্বার আছে । এছাড়া এদের  Alexa Rank  ও খুব ভালো । তার মানে বুঝতেই পারছেন কেন  ClixSense  কে Queen of PTC অর্থাৎ সকল PTC এর রানী বলা হয় । এটি খুব ভাল ও উচ্চ মানের মানের সুযোগ সুবিধা সম্পন্ন একটি সাইট । তাই আপনার অবশ্যই  ClixSense  এ কাজ করা উচিত । আমি নিজেও এই সাইটটিতে কাজ করি। তাহলে চলুন দেখে আসি কিভাবে একাউন্ট খুলবেন এবং ইনকাম করবেন । যেভাবে  ClixSense  এ একাউন্ট খুলবেন : সবার উপরে দেখবেন  Sign Up  নামে একটি অপশন আছে । আপনি সেখানে ক্লিক করুন

ঘুমের মধ্যে মনে হয় পড়ে যাচ্ছেন, কেন মনে হয় ?

ঘুমের মধ্যে মনে হয় পড়ে যাচ্ছেন, কেন মনে হয় ? সারাদিনের কাজ শেষে এবার ঘুমোবেন বলে গিয়েছেন বিছানায়। যেই চোখটা লেগে এলো ওমনি যেন মনে হল আপনি পড়ে যাচ্ছেন! চমকে জেগে উঠলেন। এমন কি ঘটেছে কখনো? ঘটে থাকলে অবাক হবেন না। কারণ মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার ফলাফলে দেখেছেন, প্রতি ১০ জনের মধ্যে ৭ জনের সাথে ঘটে এই ঘটনা। যাদের এই অভিজ্ঞতা আছে তাদের অধিকাংশই একে ব্যাখ্যা করেন হঠাৎ পড়ে যাওয়া, লাফ দেওয়া বা শূন্যে পড়ে যাওয়া হিসেবে। অনেকেই নির্বিঘ্নভাবে ঘুমিয়ে যান আবার অনেকে চমকে জেগে ওঠেন। ভীষণ ভয়ের একটা অনুভূতি ঘিরে ধরে তাদের কয়েক মূহূর্তের জন্য। মানুষের এমন অদ্ভুত অনুভূতি হওয়ার কারণ কী?অনেকেই বলতে চান, শরীর থেকে আত্মা বেড়িয়ে যাওয়ার সময় আমাদের এই অনুভূতি হয়। অনেক বলেন, অশুভ কোন শক্তি ভর করে আমাদের ওপর। এই উভয় অনুমানই ভুল। বিজ্ঞানীরা এর প্রকৃত কারণ বের করেছেন। যদিও বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে এসেছেন, তবে এ ব্যাপারে সবাই একমত যে, এটি একটি সাধারণ মানসিক ক্রিয়া। একে বলা হয় মাইক্লনিক জার্ক। আমরা যখন ঘুমাই তখন আমরা কয়েকটি ঘুম চক্র পার করি, প্রতিটি চক্রের রয়েছে ৪টি ভিন্ন ধাপ। ন

মিথ্যেবাদীকে চিনার সহজ উপায়

মিথ্যেবাদীকে চিনার সহজ উপায় মিথ্যেবাদীকে চিনার সহজ উপায় । মিথ্যে বলাটা অনেকের বদভ্যাস। কেউ কেউ প্রয়োজনে মিথ্যে কথা বললেও, অনেকেই আছে যারা অপ্রয়োজনেই মিথ্যের আশ্রয় নেয়। সেটা কখনো নিজেকে জাহির করার জন্য আবার কখনো অন্যকে বিব্রত করার জন্য। তবে গবেষণা বলছে প্রায় ৮০ শতাংশ মিথ্যেই কখনো টের পাওয়া যায় না। বেশিরভাগ শিশুই দেখা যায় শাস্তি থেকে রেহাই পেতে অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। সে বড় হলেও সেই অভ্যাস তার মধ্যে থেকেই যায়। সমস্যা এড়াতে মিথ্যার আশ্রয়কেই সে শ্রেয় মনে করে। তবে মিথ্যে কথা ধরতে পারা কিন্তু খুব জটিল কিছু নয়। শুধু সেক্ষেত্রে কিছু সাইন ফলো করতে হবে। জেনে নিন সেগুলো কি? প্রথমে সাধারণ কিছু প্রশ্ন দিয়ে শুরু করুন। এমন কিছু প্রশ্ন যেগুলো মোটেও সত্য-মিথ্যার ধার ধারে না। সেটা হতে পারে আবহাওয়া, ছুটির দিনের পরিকল্পনা ইত্যাদি।  তাহলে তার কথা বলার ধরণটা টের পাবেন। তার বডি ল্যাঙ্গুয়েজ ও চোখের মুভমেন্ট টের পাবেন। সত্য বলার সময় তাদের চেহারা কেমন হয় সেটা দেথতে পাবেন। ঠিকঠাক বুঝতে হলে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন করতে হবে। এরপর ‘নিরপেক্ষ’ অবস্থা থেকে মিথ্যে জোনে আসুন। শরীরি ভাষা কিন্তু আপনার

গলায় বিঁধেছে মাছের কাঁটা ? জেনে নিন কাঁটা নামানোর ৭টি কৌশল

গলায় বিঁধেছে মাছের কাঁটা ? জেনে নিন কাঁটা নামানোর ৭টি কৌশল গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করেন ? প্রথমেই খাওয়া হয় পানি, তারপর ভাতকে মুঠো করে খেয়ে ফেলা হয়। কিন্তু এতেও যদি কাঁটা না নামে, তাহলে কী করবেন ? জেনে নিন ৭টি ভিন্নরকম কৌশল। ১/ গলায় কাঁটা বিধলে পানি পান করেন ? কেবল পানি পান করলে হবে না। হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে। ২/ গলায় কাঁটা বিঁধলে ভাত খেয়ে নামাতে চান ? তাহলে এক কাজ করুন, ভাতকে ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর পানি দিয়ে গিলে ফেলুন। ভাতের গোলা চিবিয়ে খেলে কিন্তু কাঁটা নামবে না। পানি দিয়ে গিলে ফেলাই সেরা উপায়। ৩/ ভাত খাবার চাইতেও সহজ একটি উপায় আছে। গলায় কাঁটা বিঁধলে খেয়ে ফেলুন একটি কলা। কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে আর আপনি টেরও পাননি। ৪/ এক টুকরো লেবু নিন, তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে। ৫/ পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান করলেও ঠিক লেবুর মতই কাজ হবে। ৬/ গলায় বিঁধেছে কাঁটা ? একটু অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা পিছলে নেমে যাবে। ৭/ গলায় কাঁটা নামানোর আধুনিকতম পদ্ধত

dhitang dhitang

https://www.youtube.com/watch?v=vUE_Pg6-Gmo

rum jum

https://www.youtube.com/watch?v=X7nVP8jr3uA&t=5s

rum jum

https://youtu.be/X7nVP8jr3uA

karina kapoor

Image