আমি পূর্বেও এই সাইটটা নিয়ে লিখেছি, এটার অনেক সম্ভাবনা আছে যা কিনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে আরো কার্যকরী হয়ে উঠবে। আগামী ১/২ মাসে মধ্যে এটি পুরো দেশে মার্কেটিং এ যাবে এবং এর পূর্বে অন্তত ১০০০ Promoter এড করবে। মূলত এড, লিস্টিং এবং এডিটিং এর কাজ করবে। এটা ফ্রি সাইট নয়, এটা পেইড সাইট কারন ফ্রি সাইটের কথা বলে সময় নষ্ট করা মোটেও কোম্পানী পছন্দ করে না। কিভাবে Promoter হবেন? প্রথমে ওয়েবসাইটে ঢুকে রেজিষ্ট্রেশন করুন এবং প্রোফাইল সঠিকভাবে পূরন করুন। রেফারেন্স বা স্পন্সরের নাম লিখতে হবে About Me অপশনে। যাদের শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার নলেজ রয়েছে তাদের আইডি আপগ্রেট করা হবে। Promoter হিসেবে আপনার ইউজার আইডিটি আপগ্রেড করার পর আপনাকে নির্ধারিত ফি জমা দিতে হবে। (ফি- ৫০০০টাকা) শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি, কম্পিউটার জানা থাকতে হবে। বয়স- ১৮ থেকে ৩৫বছর। কিভাবে আয় করবেন? এ সাইট থেকে আয় করার অনেকগুলো অপশন থাকবে। সবার পক্ষে সব অপশন থেকে আয় করা সম্ভব নাও হতে পারে, কিন্তু প্রত্যেকে যাতে আয় করতে পারে এজন্য কয়েকটি অপশন রাখা হয়েছে। এখানে রেফারেল কমিশন, গ্রুপ কমিশন ছাড়াও ...