Online আর Offline মিলিয়ে রিয়েল আয় করুন
আমি পূর্বেও এই সাইটটা নিয়ে লিখেছি, এটার অনেক সম্ভাবনা আছে যা কিনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার মাধ্যমে আরো কার্যকরী হয়ে উঠবে। আগামী ১/২ মাসে মধ্যে এটি পুরো দেশে মার্কেটিং এ যাবে এবং এর পূর্বে অন্তত ১০০০ Promoter এড করবে। মূলত এড, লিস্টিং এবং এডিটিং এর কাজ করবে। এটা ফ্রি সাইট নয়, এটা পেইড সাইট কারন ফ্রি সাইটের কথা বলে সময় নষ্ট করা মোটেও কোম্পানী পছন্দ করে না।
কিভাবে Promoter হবেন?
- প্রথমে ওয়েবসাইটে ঢুকে রেজিষ্ট্রেশন করুন এবং প্রোফাইল সঠিকভাবে পূরন করুন। রেফারেন্স বা স্পন্সরের নাম লিখতে হবে About Me অপশনে।
- যাদের শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার নলেজ রয়েছে তাদের আইডি আপগ্রেট করা হবে।
- Promoter হিসেবে আপনার ইউজার আইডিটি আপগ্রেড করার পর আপনাকে নির্ধারিত ফি জমা দিতে হবে। (ফি- ৫০০০টাকা)
- শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচএসসি, কম্পিউটার জানা থাকতে হবে। বয়স- ১৮ থেকে ৩৫বছর।
কিভাবে আয় করবেন?
- এ সাইট থেকে আয় করার অনেকগুলো অপশন থাকবে। সবার পক্ষে সব অপশন থেকে আয় করা সম্ভব নাও হতে পারে, কিন্তু প্রত্যেকে যাতে আয় করতে পারে এজন্য কয়েকটি অপশন রাখা হয়েছে।
- এখানে রেফারেল কমিশন, গ্রুপ কমিশন ছাড়াও ডিরেক্টরী লিস্টিং করার জন্য কমিশন প্রদান করা হবে।
- লিস্টিং এর এড ও এডিটিং কাজগুলোও প্রমোটারদের মাঝে বন্টন করে দেয়া হবে।
আয়ের খাতসমূহঃ
- রেফারেল কমিশন প্রতিটি নতুন প্রমোটার আইডি এর জন্য ৫০০/- রেফারেল কমিশন
- গ্রুপ কমিশন- ৩৫০/- থেকে সর্বোচ্চ ৪লক্ষ ৫০হাজার (যা নির্ভর করবে গ্রুপে প্রমোটার স্পন্সরের উপর)
- ডিরেক্টরী লিস্টিং এর উপর কমিশনঃ পেইড লিস্টিং ৩ ধরনের ১) সিলভার (১০০০টাকা) ২) গোল্ড (২০০০টাকা) ৩) প্রিমিয়াম (৫০০০টাকা)। একজন প্রমোটার কমপক্ষে ১০০টি লিস্টিং করার সুযোগ পাবেন। এবং প্রতিটি লিস্টিং এর ৫০% আয় তার একাউন্টে জমা হবে।
- সম্পূর্ণ বিষয়টির জন্য ২/৩দিনের একটি আইটি ট্রেনিং প্রদান করা হবে।
= প্রাথমিক পর্যায়ে ১লা আগস্ট-২০১৭ থেকে শুধু ইউজার আইডি ওপেন করা যাবে । About Me: (optional) গিয়ে অবশ্যই Sponsor name লিখতে হবে।
Comments
Post a Comment