শেষরক্ষা হলো না কপিল শর্মা শোয়ের!
‘দ্য কপিল শর্মা শো’র ভক্ত আপনি? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। নানা বিতর্কের জের ধরে বারবার প্রায় বন্ধ হওয়ার জোগাড় হচ্ছে শোটির। তবে শেষরক্ষা আর হলো না বোধহয়। ডিএনএ ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কম রেটিংয়ের কারণে ‘দ্য কপিল শর্মা শো’ ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সনি চ্যানেল কর্তৃপক্ষ। এই জায়গায় বদলি হিসেবে শুরু হচ্ছে সালমান খানের ‘দশ কা দম’-এর তৃতীয় মৌসুম। বিতর্কের শুরু হয় যখন কপিল শর্মা অস্ট্রেলিয়া থেকে মুম্বাইয়ে ফিরছিলেন। ফেরার পথে বিমানে মদ্যপ অবস্থায় সতীর্থ সুনীল গ্রোভারকে নিয়ে বাজে মন্তব্য করেন কপিল, এসময় কপিল সুনীলকে জুতা দিয়ে মারার চেষ্টাও করেন। কপিলকে যাঁরা আটকাতে গিয়েছিলেন, তাঁরা ছাড়াও বিমানে উপস্থিত সবাই এ ঘটনার সাক্ষী ছিলেন। এ ঘটনার পর নিজের আত্মসম্মানের দোহাই দিয়ে সুনীল শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর সুনীলকে সমর্থন করে শো ছেড়ে দেন চন্দন প্রভাকর, আলী আসগর ও সুগন্ধা মিশরা। সুনীল ও অন্য কমেডিয়ানদের শো বর্জনের পর বেশকিছু নতুন কমেডিয়ানকে শোতে যুক্ত করা হয়। নতুন কমেডিয়ানদের মধ্যে ছিলেন রাজু শ্রীবাস্তব, সুনীল পাল, আহসান কোরেশী ও রাজীব ঠাকুর। সম্প্রতি ১০০তম পর্ব উদ...