এবার বাংলা ছবি প্রযোজনায় প্রিয়াঙ্কা


প্রিয়াঙ্কা চোপড়া অভিনেত্রী হিসেব পরিচিত হলেও তিনি যে একজন প্রযোজক সেই কথা হয়তো অনেকে জানেন না। জানবেই বা কী করে? নিজের অভিনয় প্রতিভার কাছে প্রযোজনার বিষয়টি সবসময় ম্লান হয়ে থেকেছে। প্রিয়াংকার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘পার্পেল পেবল পিকচার্স’। এই প্রতিষ্ঠান থেকে তিনি ছবি প্রযোজনা করবেন। তবে বলিউডের হিন্দি ছবি নয়। ভারতের আঞ্চলিক ছবি প্রযোজনা করবেন তিনি। এরইমধ্যে পাঞ্জাবি, ভোজপুরি, মারাঠি, সিকিমিজ, কঙ্কিনি ছাড়াও কলকাতায় বাংলা ছবি প্রযোজনা করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা।
ডিএনএ ইন্ডিয়া জানায়, কলকাতায় পার্পেল পেবল পিকচার্স দুটি ছবি প্রযোজনা করবে। ছবি দুটির নাম যথাক্রমে ‘বৃষ্টির অপেক্ষায়’ ও ‘বাসস্টপে কেউ নেই’। ছবির অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত না হলেও ক্যামিও চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে। তবে কলকাতার অভিনয়শিল্পীরাই অভিনয় করবেন ছবিটিতে।
ছবি প্রযোজনা বিষয়ে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ডিএনএকে বলেন,‌ ‘পার্পেল পেবল পিকচার্স সব সময়েই আঞ্চলিক সিনেমার পাশে রয়েছে। আর প্রযোজক হিসেবে প্রিয়াঙ্কা চায়, ভালো গল্প যেন সব স্তরের মানুষের কাছে পৌঁছায়। বিশেষ করে যে গল্পগুলো বিশ্বের দরবারে যাওয়ার দাবি রাখে।’
এদিকে ছবির শুটিং ঠিক কবে নাগাদ আরম্ভ হবে এ বিষয়ে কোনো তথ্য না জানালেও খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানা গেছে।

Comments

Popular posts from this blog

ফুসকা/...........